প্রকাশিত: Thu, Dec 14, 2023 6:35 PM আপডেট: Sun, Jan 25, 2026 7:36 PM
[১] ক্রিকেট খেলা নিয়ে দ্বন্ধের জের ফেনীর সোনাগাজীতে ছুরিকাঘাতে মাদ্রাসা ছাত্রের আহত
এমরান পাটোয়ারী, ফেনী:
[২] গুরুতর
আহত অবস্থায়
তাকে চট্টগ্রাম
মেডিকেল কলেজ
হাসপাতালে নেয়া হয়েছে।
[৩] পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বুধবার বিকালে পশ্চিম চর দরবেশ গ্রামের ইতালি মার্কেট এলাকায় মাঠে নোমান ও পিয়াসসহ ১৫-২০ জন ক্রিকেট খেলে। খেলার সময় তুচ্ছ বিষয় নিয়ে নোমানের সঙ্গে পিয়াসের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পিয়াস তার কোমর থেকে একটি ছোরা বের করে নোমানকে আঘাতের চেষ্টা করে। এ সময় নোমান দৌড়ে বাড়ি চলে যায়। রাতে নোমান বাড়ি থেকে বের হয়ে স্থানীয় ইতালি মার্কেটে যায়। সেখানে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা পিয়াস কয়েকজন সহযোগিকে নিয়ে নোমানের গতিরোধ করে কিছু বুঝে ওঠার আগে পেটে ছুরি ঢুকিয়ে হত্যার চেষ্টা করে। এ সময় পেট থেকে নাড়িভুড়ি বের হয়ে নোমান মাটিতে লুটিয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
[৪] আহত নোমান উপজেলার চর দরবেশ ইউনিয়নের পশ্চিম চর দরবেশ গ্রামের প্রবাসী সিরাজুল ইসলামের ছেলে।
[৫] নোমানের বড় ভাই আরমান জানান, ছুরিকাঘাতে নোমানের পেটের নাড়ি ভুড়ি বের হয়ে গেছে। তাকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
[৬] সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর পিয়াস পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।